1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড গাজীপুরে মাদক ব্যবসার পাশাপাশি বেড়েই চলছে দেহ ব্যবসা – নিউজ এবং আইনি ব্যবস্থা নিলেই চলে সাংবাদিকদের হত্যা চেস্টা চট্টগ্রামে মানবাধিকার ফোরামের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুর উপজেলার ৩ নং চরমোহনা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, উপপরিচালক, স্থানীয় সরকার, লক্ষ্মীপুর। সরিষাবাড়ীতে ভূমি কর্মকর্তার সাহসী উদ্যোগে উদ্ধার হলো ২০ কোটি টাকার সরকারি ভূমি বোয়ালখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন মতলবে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় জরিমানা গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে জামাতের কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিতব্য। ভূজপুরের ত্রাস কোরবান আলী, ১৭ বছরে চা-ওয়ালা থেকে কোটি টাকার মালিক! ফরমুসা পলিকটন টেক্সটাইল বিডি লিমিটেড জনকল্যাণে কাঁচা রাস্তা পাকা করে দিলেন নিজস্ব অর্থায়নে

সরিষাবাড়িতে পুলিশের প্রচেষ্টায় বাকপ্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল মা মালেহা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ি থানা পুলিশের প্রচেষ্টায় ছাব্বির হোসেন (১৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ফিরে পেয়ে খুশি তার পরিবার।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে শিশুটিকে তার মা মালেহা বেগমের কাছে বুঝিয়ে দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া।

ছাব্বির হোসেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও ছাব্বিরের পরিবার সুত্রে জানা গেছে, চলতি মাসের ১০ তারিখে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন বাকপ্রতিবন্ধী ছাব্বির হোসেন। এরপর তার পরিবার আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজে না পেয়ে স্থানীয় থানায় বিষয়টি জানিয়ে রাখেন। এরপর গত ১৬ তারিখ সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানোর সময় বাকপ্রতিবন্ধী শিশুটিকে খুঁজে যায় ওই স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক। পরে তাকে থানায় নিয়ে যায় ওই শিক্ষক। পুলিশ শিশুটির পরিবারকে খুঁজে পেতে শিশুটির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন থানার ওসি চাঁদ মিয়া। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ায় একদিনের মধ্যে থানায় এসে
শিশুটির খোঁজ পায় বৃদ্ধা মা মালেহা বেগম। এসময় হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে খুশিতে কান্না করেন শিশুটির মা।

শিশুটির মা মালেহা বেগম বলেন, এপ্রিল মাসের ১০ তারিখে তার ছেলে ছাব্বির বাড়ী থেকে হারিয়ে যায়। এরপর প্রতিবেশীদের কাছে জানতে পায় ছেলে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে রয়েছে। তারপর থানার ওসি সাহেবের সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত হই। এরপর থানায় আসলে ছেলেকে বুঝিয়ে দেন পুলিশ।

তিনি আরো বলেন, বাকপ্রতিবন্ধী সন্তানসহ দুইটি সন্তান রেখে স্বামী তাকে রেখে নিরুদ্দেশ হন। এরপর সন্তান দুইটিকে নিয়ে বহুকষ্টে জীবনযাপন করছেন তারা। ছেলের খোঁজ পেয়েও গাড়ী ভাড়ার টাকা পয়সা না থাকায় থানায় আসতে পারছিলনা। থানার ওসি গাড়িভাড়া দেওয়ার আশ্বস্ত করলে পরে ছেলেকে নিতে বাড়ী থেকে রওনা দেন বলে জানান তিনি।

স্থানীয় শিক্ষক ইমদাদুল হক জানান, বারইপটল স্কুলের পাশ দিয়ে ঘুরতে ছিলো বাকপ্রতিবন্ধি শিশুটি। কথা না বলতে পারায় থানায় খবর দেই। পরে থানার ওসি শিশুটির ছবি ফেইজবুকে পোস্ট করলে পরিবারের লোকজন শিশুটির সন্ধান পান। শুক্রবার দুপুরে শিশুটির মার কাছে তুলে দেন থানার ওসি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, পিংনা ইউনিয়নের বারইপটল এলাকায় শিশুটিকে ঘুরতে দেখে থানায় ফোন দেন ইমদাদুল হক নামে এক স্থানীয় শিক্ষক। পরে শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে শিশুটির সন্ধান পান তার মা। আইনী প্রক্রিয়া শেষ করে শুক্রবার দুপুরে শিশুটিকে তার মা মালেহা বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট