1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সখিপুরে কাকড়াজান ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা। চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার সেনবাগে রাতের আধাঁরে মুখোশধারীদের তান্ডব,দোকান ঘর ভাংচুর করে অভিযোগ দায়েরের প্রস্তুতি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়-বাবু জয়ন্ত কুমার কুন্ডু ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত ৩ তারিখের মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে হেফাজত ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গণতান্ত্রিক প্রশাসনে ই-গভর্ন্যান্সের ভূমিকা ও সম্ভাবনা ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অভিযানে ১৬ পিস ফেনসিডিলসহ একজন আটক নিখোঁজের ১২ ঘণ্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার।

ময়মনসিংহে চাকরির নামে প্রতারণা আনসার সদস্যসহ চক্রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ- ভুক্তভোগীরা সর্বস্বান্ত।

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ রুবেল মিয়া,ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

 

ময়মনসিংহে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।এই চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলার চর নিখলা গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ রমজান আলী যিনি বাংলাদেশ আনসার বাহিনীর একজন সদস্য।তার সহযোগী হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কর্মরত মামুন এবং মফিদুল নামে আরেক ব্যক্তির নামও উঠে এসেছে যাকে রমজানের দালাল হিসেবে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ এই চক্রটি দীর্ঘদিন ধরে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে নিরীহ ও দরিদ্র মানুষদের সর্বস্বান্ত করে আসছে।প্রাপ্ত তথ্যে জানা যায় মোঃ রমজান আলী আনসার বাহিনীতে চাকরিরত থাকলেও তিনি মূলত দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের একটি বলয় তৈরি করেছেন।সিটি কর্পোরেশনের কর্মচারী মামুন এবং দালাল মফিদুলকে নিয়ে গড়া এই চক্রটি চাকরির নিশ্চয়তা দিয়ে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের দেলোয়ার হোসেন এবং ফুলপুর উপজেলার বিধুসহ অসংখ্য বেকার যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।ভুক্তভোগী দেলোয়ার ও বিধু দুজনেই অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান।একটি নিশ্চিত চাকরির আশায় তারা চড়া সুদে ঋণ নিয়ে রমজান আলীর হাতে টাকা তুলে দেন।কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টো এখন ঋণের দায়ে ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটছে তাদের।এই প্রতারণার বিষয়ে জাতীয়তাবাদী প্রজন্মদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ জাহাঙ্গীর আলম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং ভুক্তভোগীদের টাকা উদ্ধার ও একটি সুষ্ঠু সমাধানের জন্য তিনি

একাধিকবার চেষ্টা করেছেন।কিন্তু অভিযুক্ত রমজান আলী ও তার সহযোগীরা অত্যন্ত ধূর্ত প্রকৃতির।বারবার মিথ্যার আশ্রয় নিয়ে এবং গা ঢাকা দিয়ে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।জনাব জাহাঙ্গীর বলেন,”এত গুরুতর অভিযোগ থাকার পরেও রমজান আলীর মতো ব্যক্তিরা কীভাবে সরকারি দায়িত্বে বহাল থাকেন তা বোধগম্য নয়।এই ব্যাপারটি নিয়েই মন্তব্য ব্যাক্ত করেছেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ রায়হান তানভীর এই ঘটনাকে সমাজের গভীরে প্রোথিত দুর্নীতির একটি অংশ হিসেবে দেখছেন।তিনি বলেন”রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা এইসব দুর্নীতিবাজ যদি সমাজে টিকে থাকে তাহলে যেকোনো ইতিবাচক সামাজিক পরিবর্তন বা গণজাগরণ অর্থহীন হয়ে পড়বে।এদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।সরকারের উচিত প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং নিশ্চিত করা যেন বাংলাদেশের মাটিতে এদের কোনো স্থান না হয়।ভুক্তভোগী পরিবারগুলো এবং এলাকার সচেতন জনগণ এই দুর্নীতিবাজ চক্রের হাত থেকে মুক্তি পেতে এবং তাদের খোয়ানো অর্থ ফেরত পেতে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তারা আশা করছেন প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয় তা নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট