মো: জিহাদ হোসেন
জেলা প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্যাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পদুয়ারপাড় মিজি বাড়ি থেকে মোঃ কামরুল মিজি নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গতকাল ২১ এপ্রিল সোমবার ৩ নং সাদুল্যাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পদুয়ার পাড় মিজি বাড়ি থেকে কামরুল মিজির নিজ চৌচালা টিনের বসতঘরের খাটের নিচে থেকে ২ কেজি গাঁজা ও ২১ পিচ ইয়াবাসহ কামরুল মিজিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল মিজি পদুয়ারপাড় গ্রামের মিজি বাড়ির মৃত নোয়াব আলীর মিজির ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এবং দীর্ঘদিন যাবত এলাকায় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের এসআই মোঃ জাফর ও এ এস আই মোঃ রবিউল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এ এসআই আনোয়ার হোসেন ও ফোর্সদের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি টিম। এ সময় ২ কেজি গাঁজা ও ২১ পিচ ইয়াবা সহ মাদক কারবারি কামরুল মিজিকে গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক বলেন, গ্রেফতারকৃতর বিরুদ্ধে অদ্য নিয়মিত মামলা রুজু করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।