1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

চাঁদপুরে উচ্ছেদের খবরে শতাধিক দোকানঘর সরিয়ে নিলেন ব্যবসায়ীরা

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।

 

চাঁদপুরে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ার খবর জেনে নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল থেকেই পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদের খবর ব্যবসায়ীরা জানতে পারেন। এরপর থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বেশ কয়েক বছর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারে খুবই ঝুঁকির মধ্যে ছিল। যে কারণে সরকারের দুটি দপ্তর উচ্ছেদের উদ্যোগ নেয়।

চাঁদপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বলেন, বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে। তারা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিন সময় চেয়েছে। সেনাবাহিনী বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন। জেলা প্রশাসক একদিন সময় দেওয়ার সম্মতি দিয়েছেন। এর মধ্যে তারা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক বিভাগ জরিমানাসহ উচ্ছেদ অভিযান চালাবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লীজ করা যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সারানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যস্থানে উচ্ছেদ হবে। আজ সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট