মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপঝাড়ের ভিতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগজিনসহ একটি সক্রিয় বিদেশী পিস্তল উদ্ধার করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, উদ্ধারকৃত পিস্তলটি ইন্ডিয়ার তৈরি যার গায়ে ইংরেজিতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।