আসগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ‘টেকাব’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে বোয়ালখালীতে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার বেসিক অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ এপ্রিল) বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রশিক্ষণে বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের বক্তব্যে জানান, এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞান তাদের ভবিষ্যৎ পেশাগত জীবন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধান অতিথি মোহাম্মদ রহমত উল্লাহ তার বক্তব্যে বলেন, “আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার বিকল্প নেই। এ প্রশিক্ষণ সেই পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন। শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।