1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান, কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

 

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামি আলআমিন কে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র‌্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আলআমিন সরদার (৪০)।
সে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আলআমিন কে গ্রেপ্তার করা হয়। এপর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী আলআমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র,মাদক,চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) তাকে রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট