জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ
গাইবান্ধা গোবিন্দগঞ্জের এক বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়, প্রশাসনের সহায়তায় উদ্ধার হয়।
এই ঘটনায় সঞ্চয়কে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা গোবিন্দগঞ্জ কামরুদ্দহে এই অপহরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ গোবিন্দগঞ্জ গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে শিক্ষার্থী বাড়ি ফেরার পর মেঘলা টুলি গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয় ১৫-২০ জনের একটি দল বল নিয়ে এসে পরীক্ষার্থীর বাড়িতে হামলা চালায় এতে জানালা দরজা ভেঙে লুটপাট করে।
এ সময় বাধা দিতে গেলে ওই শিক্ষার্থীর মা-বাবাকে মারধর করে কুপিয়ে আহত করে হামলাকারীরা টেনে হিঁচড়ে শিক্ষার্থীকে মোটরসাইকেলে করে নিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে উত্তপ্ত করে হুমকি-ধুমকি দিয়ে আসছিল এই সঞ্চয় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অপহরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কামরুদ থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। সঞ্চয়কে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।