মোঃবাপ্পি শেখ ঝিনাইদহ উপজেলা প্রতিনিধি
হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস ফেনসিডিলসহ একজনকে আটক করেছে আরাপপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল। বুধবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে হাটগোপালপুর নামক স্থানে দিবাকালীন চেকপোষ্ট পরিচালনা করে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে উপপরিদর্শক হাসানুজ্জামান সহ দলটি দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি করে ১৬(ষোল) ফেনসিডিল সহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সি পুর কবরস্থান পাড়ার মৃত. আইউব শেখের ছেলে গোলাম রসুল (৪৪) কে আটক করে। ফেন্সিডিল সহ আটক আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, বুধবার দুপুরে আরাপপুর হাইওয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিকে ফেন্সিডিল সহ ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।