এ এফ এম ইমরুল ইসলাম
প্রতিনিধি দিঘলিয়া,খুলনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন-শৃঙ্খলাসহ দেশের উন্নয়ন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সকলের সন্মানের পাত্র। এই সন্মানের জায়গাটা যাতে নষ্ট না হয় সে কারণেই বিএনপি বারবার দাবী করে আসছে একটা অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন। সংসদ নির্বাচন ছাড়া জনগনের নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশের উন্নয়ন হয়না। দেশের আইন শৃঙ্খলা ভালো থাকেনা। অনির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না। বিদেশী বিনিয়োগ হয়না।
তিনি গতকাল দুপুর আড়াইটায় দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সন্নিকটে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা জেলা শাখার আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড.মোমরেজুল ইসলাম, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম শামীম কবির, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী তফসির আহমেদ, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান টুকু, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অসিত কুমার সাহা, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক সজল, খুলনা জেলা বিএনপির সদস্য শরীফ ইকবাল হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক প্রমুখ। সন্মেলনটির শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। সন্মেলন শেষে দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদে ভোটারদের প্রত্যক্ষ ভোটে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয় জাসেদ কবির জুয়েল এবং ২৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আব্দুল্লাহ আল মামুন নিপু।