আসগর সালেহী, চট্টগ্রাম ব্যুরো।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন ৩ নং নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া গ্রামের এক নিরীহ কৃষক পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে জমি থেকে বঞ্চিত। অভিযোগ উঠেছে, একই ইউনিয়নের পিলখানা এলাকার প্রভাবশালী আলী আহাং মেম্বার ও তার সহযোগীরা মৃত ফজলে রহমানের ওয়ারিশদের ৭৩ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছে।
ভুক্তভোগীরা জানান, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি মৌজা পিলখানার জে.এল.নং-১৩, আর.এস. খতিয়ান নং-৮০, বিএস খতিয়ান নং-৬০ এর আওতায় থাকা ৭৩ শতক জমির প্রকৃত মালিক ছিলেন মৃত ফজলে রহমান। মৃত্যুর পর তার দুই ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ কামাল উদ্দীনের নামে ওয়ারিশসূত্রে জমিটি মালিকানা নিশ্চিত হয়।
তবে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আলী আহাং মেম্বার ও তার লোকজন ওই জমি জোরপূর্বক দখলে রেখে ভোগদখল করছেন। জমি দখলের বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানা পর্যায়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তারা কোনো বৈঠকে উপস্থিত হননি।
ভুক্তভোগীরা আরও জানান, ভূমিদস্যু আলী আহাং মেম্বার গং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালায়। ১৯৭৯ সালে সম্পত্তির খতিয়ান সংশোধন ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজও জমির দখল বুঝিয়ে দেয়নি তারা।
বর্তমানে মৃত ফজলে রহমানের ওয়ারিশ মোঃ কামাল উদ্দীন ও পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। তারা আইনের আশ্রয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় দিন গুনছেন।
ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।