1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সখিপুরে কাকড়াজান ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা। চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার সেনবাগে রাতের আধাঁরে মুখোশধারীদের তান্ডব,দোকান ঘর ভাংচুর করে অভিযোগ দায়েরের প্রস্তুতি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়-বাবু জয়ন্ত কুমার কুন্ডু ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত ৩ তারিখের মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে হেফাজত ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গণতান্ত্রিক প্রশাসনে ই-গভর্ন্যান্সের ভূমিকা ও সম্ভাবনা ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অভিযানে ১৬ পিস ফেনসিডিলসহ একজন আটক নিখোঁজের ১২ ঘণ্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার।

সেনবাগে রাতের আধাঁরে মুখোশধারীদের তান্ডব,দোকান ঘর ভাংচুর করে অভিযোগ দায়েরের প্রস্তুতি

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি

 

নোয়াখালীর সেনবাগে জাল দলিল সৃজন করায়,সম্পতিগত বিরোধের জের ধরে গভীর রাতে একদল মুখোশধারী গাজীরহাট চৌরাস্তার মোড়ে দোকান ঘর ভাংচুর করে। ২৬ এপ্রিল, শনিবার গভীর রাতে উক্ত দোকান ঘর ভাংচুরের ঘটনা ঘটে ।সরজমিনে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,ডমুরুয়া পন্ডিতবাড়ীর একেএম গোলাম রাব্বানীর ০৯ (নয়)শতাংশ দোকানের জায়গা নিয়ে ভাড়াটিয়া স্থানীয় আমিনুল ইসলাম (মানিক মেম্বার) এর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। তারি জের ধরে আমিনুল ইসলাম গংরা ভাড়াটে সন্ত্রাসী দ্বারা উক্ত ভাংচুরের ঘটনা ঘটায়। ভুক্তভোগী দোকানঘর মালিক মৃত একেএম গোলাম রাব্বানীর জৈষ্ঠ্য পুত্র মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, ডমুরুয়া মৌজায় আমার বাবা মরহুম একে এম গোলাম রাব্বানীর নিজ মালিকানাধীন ০৯ (নয়) শতাংশ দোকানের ভিটি স্থানীয় আমিনুল ইসলাম মানিক মেম্বার ব্যাবসা করার উদ্দেশ্যে বিগত ০১/০২/২০১০ ইং হইতে ৩১/০১/২০২০ ইং পর্যন্ত
১০ বছরের জন্য মাসিক ৭০০ টাকা হারে জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। পরবর্তীতে পূন: ব্যবসায়িক প্রয়োজনে একেএম গোলাম রাব্বানীর মৃত্যুর পর ওয়ারিশ সুত্রে মালিক তার সহধর্মিণী হামিদা খাতুন এর সাথে ৩১/০১/২০২০ ইং হইতে ৩১/০১/২০২৫ ইং পর্যন্ত ( ৫ বছরের জন্য ) ভাড়াটিয়া আমিনুল ইসলাম মানিক মেম্বার ২য় মেয়াদে জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এরি মধ্যে ভাড়াটিয়া আমিনুল ইসলাম মানিক মেম্বার, একেএম গোলাম রাব্বানীর জৈষ্ঠ্য পুত্র নাবালক মাসুদুর রহমানকে মিথ্যা কথা বলে (স-মিলের জন্য বন বিভাগের ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হলে রেজিস্ট্র্যাড চুক্তিপত্রে মালিক পক্ষের স্বাক্ষর লাগবে মর্মে, ২ (দুই) শতাংশ জায়গা ২৫/১০/২০ ইং তারিখে মিথ্যা একটি দানপত্র ও জমাখারিজ করিয়ে নেয়।এবিষয়ে বিগত ১১/০১/২০২১ ইং যুগ্ম জেলা জজ (১ম আদালত) নোয়াখালীতে উক্ত জালিয়াতি মামলা অধ্যবধি পর্যন্ত চলমান আছে। (যাহার মামলা নং ০৮নং -দেওয়ানী /২১)। চুক্তিপত্র বহাল রাখা বা পূন:চুক্তি করা সম্ভব নয় বিধায়,মামলা চলমান ২ শতাংশ জায়গা বাদ রেখে বাকী ০৭ (সাত)শতাংশ জায়গার সমুদয় বকেয়া ভাড়া পরিশোধ করে মালিকপক্ষ কে জায়গা খালি করে দেওয়ার জন্য বিগত ০৩/০৮/২০২৩ ইং এবং ২৪/০৬/২৪ ইং ২টি চুড়ান্ত লিগ্যাল নোটিশ প্রেরন করা হয়। যাহার তারিখ ০৩/০৮/২০২৩ ইং ও ২৪/০৬/২০২৪ ইং।চুক্তির মেয়াদ শেষ হলে ও মালিকপক্ষকে জায়গা খালি করে না দেওয়ায় মাসুদুর রহমান বাদী হয়ে বিগত ০৩/০২/২০২৫ ইং (স্মারক নং- ২৭৪) অধিনায়ক, সেনা ক্যাম্প, সেনবাগ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত বৈঠকে ১ম বার আমিনুল ইসলাম মানিক মেম্বার গংরা উপস্থিত হলে ও পরবর্তীতে ২য় বৈঠকে অনুপস্থিত ছিলেন। এরি মধ্যে আমিনুল ইসলাম মানিক মেম্বার গংরা স্থানীয়দের মধ্যে প্রচার করেন এখানে ৩ শতাংশ জায়গা মৃত একেএম গোলাম রাব্বানী ও তার বড় ভাই মৃত গোলাম মোস্তফার নিকট হতে ১৯৯৫ সালে খরিদ করেন।এবিষয়ে একটি জাল দলিল ও খতিয়ান সৃজন করে। যাহার দলিল নং ২১০৩ এবং খতিয়ান নং ৬৩০। যাহা মালিকপক্ষের অভিযোগের ভিত্তিতে বিগত ১২/০২/২০২৫ ইং উক্ত দলিল ও খতিয়ান জাল ও ভুয়া বলিয়া সনাক্ত করে প্রতিবেদন পেশ করেন সেনবাগ উপজেলা ভুমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট মো: জাহিদুল ইসলাম। যাহার তারিখ ১২/০২/২০২৫ ইং।এবং পুনরায় মালিকপক্ষের খতিয়ানকে সঠিকও পূন:বহাল রেখে আমিনুল ইসলাম মানিক মেম্বার গংদের দলিল ও খতিয়ানকে মিথ্যা এবং জালিয়াতি মর্মে ১৯৫০ এর ১৫০ ধারা মোতাবেক বাতিল করা হয়। উক্ত ৩ শতাংশ জায়গার বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন মালিকপক্ষ একেএম গোলাম রাব্বানীর জৈষ্ঠ্যপুত্র মাসুদুর রহমান। যাহার মামলা নং সি আর নং ১২২/২০২৫
এরি পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ তাহার নিষ্কন্ঠক উক্ত ৭ সাত শতাংশ জায়াগায় দোকানঘর নির্মানের উদ্দ্যোশে টিন, কাঠ ও পিলার দিয়ে সীমানা নির্ধারন করার ১ সপ্তাহ পরে ২৬ এপ্রিল গভীর রাতে একদল মুখোশধারী দ্বারা ভাড়াটিয়া আমিনুল ইসলাম মানিক মেম্বার গংরা উক্ত স্থাপনা গুলো ভেঙে গুড়িয়ে দেয়, এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।উক্ত ভাংচুরকারী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে ও গণমাধ্যমকে জানিয়েছেন, ভুক্তভোগী মাসুদুর রহমান।এবিষয়ে আমিনুল ইসলাম মানিক মেম্বার এর কন্যা ফরিদা আক্তার রিক্তা গণমাধ্যম কে জানান,ভাংচুরের বিষয়টি আমরা অবগত নই। ওখানে আমরা ৫ শতাংশ জায়গা খরিদসুত্রে মালিক।বর্তমানে মালিকানা সংক্রান্ত বিষয়ে মামলা চলমান।কে বা কারা দোকান ঘর ভাংচুর করেছে তা আমাদের জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট