কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সরিষাবাড়ী শাখা'র উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করে আরামনগর বাজার ও মন্ডল মোড় হয়ে উপজেলা চত্বরে এসে সমাপ্তি হয়। র্যালী শেষে সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী শাখা'র সভাপতি আক্তারুজ্জামান সোহাগ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী এড. আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এড. আছিমুল ইসলাম, জেলা জামায়াতের সিনিয়র সহঃ সেক্রেটারী মাওঃ নুরুল হক জামালী, সরিষাবাড়ী উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান
দুলাল, জাতীয় প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক অধ্যক্ষ ডা. মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুল আওয়াল বলেন, "শ্রমিকরা অর্থনীতির চালাকাশক্তি। তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা আজ স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। বিভিন্ন আন্দোলনে তারা বিরাট ভূমিকা রেখেছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে এই জামালপুর জেলায় ১৭ জন শহীদদের মধ্যে ১৬ জনই ছিল শ্রমিক। মালিক শ্রমিকের মধ্যে দেয়াল ভেঙ্গে দিতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তাই শ্রমিক ভাইদের প্রতি আমার আহবান, আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করি।"