সাংবাদিক — বি,এম ফরিদ, হাইমচর উপজেলা।
১ লা মে শ্রমিক দিবস উপলক্ষে হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব, হাফিজ আহমেদ এর নেতৃত্বে গতকাল সকাল সাতটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাইমচর উপজেলার শ্রমিক এবং শ্রমিক নেতা বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল উপস্থিত ছিলেন মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে হাইমচর আলগী বাজার সদর। শ্রমিক সমাবেশে মিছিলটি আলগীবাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন করেন উক্ত রেলি ও শ্রমিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন জনাব, জসিমউদদীন বাহার ( বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি হাইমচর উপজেলা সাখা) জনাব মনোয়ার হোসেন মোল্লা (সাবেক প্রিন্সিপাল হাইমচর সরকারি মহাবিদ্যালয়) জনাব, মকবুল আহমেদ (অধ্যক্ষ হাইমচর সরকারি মহাবিদ্যালয়) জনাব, মুস্তাফিজ সাহেব সাবেক শিবির সভাপতি, হাইমচর উপজেলা।
সাইফুল ইসলাম সাইপ। আলাউদ্দিন। আরো অন্যান্য শ্রমিক বৃন্দ উক্ত সমাবেশে বক্তারা বলেন শ্রমিকের মজুরি সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের শ্রমিকের শ্রমের অধিকার চায় ভাতের অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে চায় বাস্তবায়নে রয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা সবাই শ্রমিক শ্রমিকের ন্যায্য পাওনা ঘাম সুখানোর আগেই পরিশোধ করতে হবে। মহিলা শ্রমিক নির্যাতন বন্ধ করনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।