মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ বেপারী (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা হয়।
নিহত পারভেজ বেপারী উপজেলার মধ্য রায়ের কান্দি বেপারী বাড়ির আমির হোসেন বেপারীর ছেলে।
স্বজন ও পুলিশ জানায়, পারভেজ বেপারী মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে গাছের সাথে ধাক্কা দেয়। ওই সময় পারভেজের মাথায় ও শরীরের জখম হয়। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।