সাংবাদিক ---বিএম ফরিদ হাইমচর উপজেলা।
হাসপাতালের টয়লেট (নোংরাদুর্গন্ধ অপরিষ্কার ) থেকে শুরু করে সকল সেক্টরে নেই তেমন তদারকি, অসুস্থ রোগী হাসপাতালে এসে হচ্ছেন আরও বেশি অসুস্থ। কর্তব্যরত ডাক্তাররা দিশেহারা হয়ে দ্রুত রেফার করছেন চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রতিনিয়ত। হাসপাতালের গেটে নেই কোন নিরাপত্তা রাস্তা ভাঙ্গাচুরা প্রতিনিয়ত রোগী নিয়ে সমস্যা ভোগান্তিতে হাইমচরের ভুক্তভোগী সাধারণ জনগণ দেখারনেই কেহ।