মো. জামাল উদ্দিন দীঘিনালা প্রতিনিধি,
তাং-০৪-০৫-২৫ইং
কৃষিই সমৃদ্ধি কৃষিই উন্নতি খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাণিজ্যিক ফলদ বাগান, বসত বাড়িতে, ড্রাগন ফল বাগান প্রদর্শনীর মধ্যমে কৃষকের মাঝে চারা, সার, স্পে মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার (৩মে) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে বাস্তবায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাণিজ্যিক ফলদ বাগান, বসত বাড়িতে, ড্রাগন ফল বাগান প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের মাঝে ফলের চারা, সার স্প্রে মেশিন বিতরন করেন দীঘিনালা হটিকালচার সেন্টার উদ্যানতত্ববিদ মো: জহিরুল ইসলাম অ.দা। এসময়ে উপস্থিত ছিলেন দীঘিনালা হর্টিকাচার এর উপসহকারী উদ্যান কর্মকর্তা কৃতি চাকমা ও পূলক চাকমা, সিনিয়র সাংবাদিক মো: সোহেল রানা।
এতে বাণিজ্যিক ফলদ বাগান, বসত বাড়িতে, ড্রাগন ফল বাগান প্রদর্শনীর মধ্যমে ২০জন কৃষককে বারি-৩, আম্রপলি, কাটিমন, ইউরিয়া, টিএসপি, এমওপি, স্পে মেশিন বালাইনাশক ঔষধ, বসতবাড়িতে ফলদ বাগান ২০জনকে ১৫টি করে বারি- ৩, কাটিমন, গোড়মতি আমের চারা, ইউরিয়া, টিএসপি, এমওপি সার ও ১১জনকে ড্রাগন চাষ প্রর্দশনী ৬০টি ড্রাগন চারা, সিমেন্ট এর পিলার ইউরিয়া, টিএসপি, জৈব সার এক বস্তা দেয়া হয়।
মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকার ফল বাগান কৃষক মো: মিজানুর রহমান বলেন, আমার পাহাড়ে অনেক জায়গা খালী পড়ে ছিল ঝোপঝাড়ে দীঘিনলা হর্টিকালচারের অফিসারেরা এসে দেখে আমাকে ফল বাগান করা জন্য আমের চারা , সার, স্প্রে মেশি দিয়েছে। এখন আমি বাগান করতে আর সমস্যা হবে না। পূর্বথানা পাড়া ড্রাগন ফলদ প্রদর্শনী সুপ্তা চাকমা বলেন, দীঘিনলা হর্টিকালচার সেন্টার থেকে আমাকে প্রদর্শনীর মাধ্যমে ড্রাগন ফলের চারা, সিমেন্ট এর পিলার, সার , বালাইনাশক ঔষধ দিয়েছে। বিদেশী ফল ড্রাগন চাষ করতে আমার অনেক দিনে শক ছিল।