মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
বান্দরবানের লামায় পুলিশ গভীর রাতে
জুয়ার আসরে হানা দিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে। আটক করার পর থানায় নিয়ে আসে। পরের দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে ৭ দিন
করে সাজা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ১০০ শতটাক জরিমানায় ছাড় পেলেন একজন। পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে একদল জুয়াড়ি লামা সদর ইউপিস্থ মেরাখোলা হিন্দুপাড়া মিলন পালের বসত ঘরে জুয়ার আসর বসায়। খবর পেয়ে লামা থানার টহল রত পুলিশ অভিযান করে রাত ৩ ঘটিকায় ১০ জনকে আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জনকে ৭ দিন করে জেল দেওয়া হয়
সাজাপ্রাপ্তরা হলো; ১. আব্দুল মালেক (৪০), পিতা- মৃত দানু মিয়া, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ২. মোঃ পায়েল হোসেন (২৮), পিতা- মৃত মোস্তফা, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ৩. মোঃ কায়েস (২৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- মেরাখোলা ০৩নং ওয়ার্ড, ৪. আব্দুল খালেক (৩০), পিতা- মৃত ইবনে আমিন, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ৫. মোঃ আইয়ুব (২৬), পিতা- শামছুল আলম, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড, ৬. শংকর বসাক (৪২), পিতা- মৃত ভুপাল বসাক, সাং- মেরাখোলা ০৩নং ওয়ার্ড, ৭. মোঃ আলতাফ হোসেন (৩৮), পিতা- বেলায়েত হোসেন, সাং-কলিঙ্গাবিল ৬নং ওয়ার্ড, ৮. মোঃ আইয়ুব আলী (২৫), পিতা- আঃ মতিন, সাং- মেরাখোলা ০৩নং ওয়ার্ড, ৯. মোঃ ওসমান (২৪), পিতা- আক্তার হোসেন, সাং- মেরাখোলা ০২নং ওয়ার্ড। এছাড়া ১শ্ টাকা জরিমানায় ছাড়া পায় একই ঠিকানার বাসিন্দা ডালিম পাল (২৮), পিতা- মিলন পাল। লামা থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন জানান, আইনি পক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ৯ জনকে রোববার দুপুরে বান্দরবান জেলহাজতে প্রেরণ করা হয়।