সাংবাদিক —বি,এম ফরিদ হাইমচর উপজেলা।
চাঁদপুর, হাইমচর উপজেলায় ২ নং উত্তরআলগী ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা- মোহাম্মদ আব্দুল্লাহ আল ওয়াকিল , ৬১০ টাকার খাজনার রশিদ প্রায় ৪৯ গুণ বেশি চেয়েছেন অভিযোগ, ভুক্তভোগী গণের অর্থাৎ ৬১০ টাকার খাজনা রশিদ সর্বশেষ ৩০,০০০ হাজার টাকায় চুক্তি সিদ্ধান্ত হয় দুই নং উত্তর আলী ইউনিয়নের একাধিক ভুক্তভোগীগন । খবর পেয়ে দৈনিক জাগ্রত সংবাদ প্রতিনিধি উত্তর আলীইউনিয়ন ভূমি অফিসে সত্যতা জানতে গেলে মিলেনি অফিস কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ওয়াকিল কে। ভূমি অফিস খোলা থাকলেও নেই কোনো জনগণ ভুতুড়ে কক্ষের মতো পড়ে আছে অফিসের কার্যক্রম। কর্মকর্তার চেয়ার টি খালি এবং এলোমেল অফিসের পিয়নকে জিজ্ঞাসা করলে বলেন স্যার আছেন আসবেন দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাওয়া গেল না এই দুর্নীতিবাজ ভূমি সহকারী কর্মকর্তাকে,।এই অফিসের পূর্বের ভূমি উপসহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম এর বিরুদ্ধেও জাল মিথ্যা খারিজ সৃজন নতুন দলিল সিজন জাল দলিল সহ বিভিন্ন অভিযোগ ছিলো তদন্ত ও হয়নি। মামলা অভিযোগ একাধিক ছিল। এসি ল্যান্ডের বরাবর দোষীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দাখিল করলেও কোন তদন্ত হয়নি। হাইমচর উপজেলায় ভূমি অফিস সহ উপজেলা প্রশাসন স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ, নির্বাচন কমিশন অফিস, জন্ম নিবন্ধন অফিস সহ প্রায় সকল সেক্টরেদুর্নীতির গন্ধ পাওয়া যায় আমাদের কাছে আংশিক প্রমাণ রয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে নিয়োগপ্রাপ্ত দলীয় কোঠায় নিয়োগপ্রাপ্ত অযোগ্য এ সকল আওয়ামী দালাল অফিসারদের দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের দাবি উঠেছে জোরালো ভাবে সঠিক পদক্ষেপ না নিলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।