মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাসা থেকে ১৬ রাউন্ড গুলিসহ একটি সরকারি পিস্তল ও নগদ অর্থ চুরি হয়েছে। নিরাপত্তাহীনতার প্রশ্নে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়া এ ঘটনায় এসআই রাকিব উদ্দিন ভূঁইয়াকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার মাত্র এক’শ গজ দূরে একটি চারতলা ভবনের চতুর্থ তলায় একা বসবাস করতেন এসআই রাকিব।
সোমবার (৫ মে) দুপুরের আগে কিংবা পরে দুর্বৃত্তরা তার বাসার তালা ভেঙে দুটি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি, একটি ৯ এমএম তরাশ পিস্তল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
এ বিষয়ে রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, দুপুরে বাসা থেকে থানায় গিয়ে ডিউটি করছিলেন। বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দেখেন দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায়। তখনই বিষয়টি থানায় জানান।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এডিসনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএম মোস্তাইম, সিআইডি ও ডিবির বিশেষজ্ঞ দল।
ওসি মোঃ শাহ্ আলম আরও জানান, নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনার পর তদন্তে সব ধরনের সংস্থা কাজ করছে। ইতোমধ্যে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মঙ্গলবার (৬ মে) দুপুর পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, থানা ও সেনা ক্যাম্পের নিকটবর্তী একটি ভবনে এমন নিরাপত্তা ভেদ করে অস্ত্র চুরির ঘটনা প্রশাসনের জন্য এক বড় সতর্ক সংকেত।