1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড দুই কলেজে ছাত্রদলের – কাউন্সিল অধিবেশন রাধানগর ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষকলীগের নেতাকর্মী চাঁদপুরে প্রতিনিয়ত বাড়ছে বিবাহ বিচ্ছেদঃ প্রতিদিন ৪০ বিয়ের বিপরীতে তালাকের সংখ্যা ২২ জামালপুরে জামায়াত নেতার ইন্তেকাল লালমনিরহাটে স্কুল ছাত্রী জন্নাতি হত্যা মামলার আইনজীবীকে হুমকি বোয়াল খালি বাজারে আগুন দেওয়া নুর ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন দিঘীনালা  উপজেলা বিএনপির  আলোচনা সভা ও মতবিনিময় পলাশবাড়ীতে খতিব ঈমাম ওমোয়াজেন সমাবেশ ফরিদগঞ্জে পুলিশের এসআইয়ের বাসা থেকে পিস্তল ও গুলি চুরি;এসআই ক্লোজড বান্দরবানের থানচিতে খিয়াং সম্প্রদায়ের এক নারীর মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে প্রেস কনফারেন্স

বান্দরবানের থানচিতে খিয়াং সম্প্রদায়ের এক নারীর মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে প্রেস কনফারেন্স

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃরাসেল উপজেলা প্রতিনিধি

 

অদ্য ০৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা মহোদয়ের সভাপতিত্বে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
উক্ত প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মহোদয় জানান- গত ০৫/০৫/২০২৫ খ্রি: তারিখ বিকাল অনুমান ১৫:৪০ ঘটিকার সময় থানচি থানার পুলিশ থানচি থানাধীন ২ নং তিন্দু ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড মংখ্যয় পাড়ার পার্শ্ববর্তী গহিন পাহাড়ে একজন মহিলার মৃতদেহ পাওয়ার সংবাদ পাওয়া যায়। মৃতদেহটি জনৈক চিংম্রা খিয়াং, স্বামী: সুমন খেয়াং এর মর্মে ভিক্টিমের আত্মীয়-স্বজন সনাক্ত করে। স্থানীয় লোকজন থানচি থানার পুলিশকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মহিলা পুলিশসহ থানার একটি টিম ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারি উপস্থিত ছিল। ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে এবং দুর্গম পাহাড়ি স্থানে।
স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় নিহত চিংম্রা খিয়াং ০৫/০৫/২০২৫ খ্রি: তারিখ সকালে নিজ বাড়ি হতে তার জুমক্ষেতে ধান রোপণ করতে যায়। দুপুরে বাড়িতে ফেরার কথা থাকলেও ভিকটিম যথাসময়ে না ফেরায় তার স্বামীসহ পাড়ার লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বিকাল অনুমান ১৫:৩০ ঘটিকার সময় ঘটনাস্থল থোয়াইউখই খিয়াং এর জুম ক্ষেতের অনুমান ৫০ গজ নিচে পাথরের নালার উপর মাথা ও মুখমণ্ডলের বিভিন্ন স্থানে জখম ও ক্ষত অবস্থায় ভিকটিমের মৃতদেহ দেখতে পাওয়া যায়।
নারী পুলিশ কনস্টেবল এবং ভিকটিমের শাশুড়ির উপস্থিতিতে থানচি থানার পুলিশ ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। সুরতহাল প্রস্তুতকালে ভিকটিমের মাথা ও মুখমণ্ডলে ক্ষত ও জখমের চিহ্ন পাওয়া যায়।
মৃতদেহের পোস্ট মর্টেমের জন্য পুলিশ স্কটের মাধ্যমে মৃতদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে। ভিকটিমের মৃত্যুর ঘটনায় তার স্বামী বাদী হয়ে মামলা রুজু করেছে। পুলিশ সুপার বান্দরবানের নির্দেশে অফিসার ইনচার্জ, থানচি মামলাটি তদন্ত করছে এবং পুলিশ সুপার নিজেই মামলাটি তদারকি করছেন।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন ভিকটিমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবে বিভ্রান্ত না হয়ে ভিকটিমের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে বান্দরবান পার্বত্য জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।
এ সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা প্রশাসকের বিভিন্ন ম্যাজিস্ট্রেটগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট