মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত স্থান থেকে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।
৫ মে বেলা ২ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার হাঁটিলা শাড়াসিয়া নামক স্থান থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ তালিকাভুক্ত অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে উপজেলার হাঁটিলা পশ্চিম ইউনিয়নের সুহিলপুর বাজারের ব্রিজের পাশে শাড়াসিয়া নামক স্থান থেকে একটি ৯ এমএম পিস্তল ও ৪ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।