1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড জাতীয়তাবাদী ওলামা দল ফটিকছড়ি উপজেলা কমিটি গঠিত গোমস্তাপুরে মটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত এক সিরাজগঞ্জ বহুলী ইউনিয়নের পদমপাল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড- সর্বস্ব হারিয়ে অসহায় হাবিবুর রহমান হবি। মনোহরদীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটর সাইকেল চালকের মৃত্যু” লালমনিরহাটে ট্রাক থেকে চাঁদা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ মতলবে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন লালমনিরহাটে আদিতমারি উপজেলায় ডিবিপুলিশ কতৃক ০৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার পলাশ বাড়িতে মা ক্লিনিকে সিজারে গর্ভবতী মায়ের মৃত্যু ঘটনা ঘটে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি হয়ে যুব ওক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হলেন হাইমচরের কৃতি সন্তান। মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত

জামালপুরে জামায়াত নেতার ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের প্রবীণ সদস্য (রুকন) ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৯৮) কাউনিয়ারচর মুসলিমবাগ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আজ ০৭ই মে বুধবার রাত ২:০০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর মুসলিম বাগে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

মৃত্যু কালে তিনি ৫ পুত্র ও ৫ কন্যা সন্তান ও নাতি নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজায় ইমামতি করেন তাঁর বড় ছেলে আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর জেলার সাবেক আমীর অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফ, রাজিবপুর উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, ডাংধরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বিএসসি, কাউনিয়ার চর বাজার বনিক সমিতির সভাপতি আবদুল জলিল, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বারিক সহ জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও গন্যমান্য মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী জানাজায় অংশ নিয়ে সমবেত মুসুল্লিদের সামনে মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য দেন। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সিরাজুল ইসলামকে জান্নাতের উচ্চ মাকাম কামনা করে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করেন।
মরহুম সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আউয়াল।

তাঁরা জামালপুর জেলার সর্ব উত্তর প্রান্তে অবস্থিত কাউনিয়ার চর মুসলিমবাগের বর্ষিয়ান ব্যক্তিত্ব সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেন, তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন সমাজ সেবক ও ইসলামী আন্দোলনে নিবেদিত প্রান দ্বীনদার মুখলেস মানুষ। আল্লাহ তাঁর গোনাহ মাফ করুন, তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট