কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের প্রবীণ সদস্য (রুকন) ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৯৮) কাউনিয়ারচর মুসলিমবাগ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আজ ০৭ই মে বুধবার রাত ২:০০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর মুসলিম বাগে নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি ৫ পুত্র ও ৫ কন্যা সন্তান ও নাতি নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজায় ইমামতি করেন তাঁর বড় ছেলে আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর জেলার সাবেক আমীর অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফ, রাজিবপুর উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, ডাংধরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বিএসসি, কাউনিয়ার চর বাজার বনিক সমিতির সভাপতি আবদুল জলিল, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বারিক সহ জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও গন্যমান্য মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী জানাজায় অংশ নিয়ে সমবেত মুসুল্লিদের সামনে মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য দেন। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সিরাজুল ইসলামকে জান্নাতের উচ্চ মাকাম কামনা করে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করেন।
মরহুম সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আউয়াল।
তাঁরা জামালপুর জেলার সর্ব উত্তর প্রান্তে অবস্থিত কাউনিয়ার চর মুসলিমবাগের বর্ষিয়ান ব্যক্তিত্ব সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেন, তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন সমাজ সেবক ও ইসলামী আন্দোলনে নিবেদিত প্রান দ্বীনদার মুখলেস মানুষ। আল্লাহ তাঁর গোনাহ মাফ করুন, তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।