মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি
লালমনিরহাটে আলোচিত স্কুল ছাত্রী জন্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে মুখোশধারীরা হত্যার হুমকি দিয়েছে।
মঙ্গলবার (৬ মে) রাত ১১টার হেলমেট পরিহিত ৪ থেকে ৫জন ব্যক্তি ওই আইনজীবীর গতিরোধ করে হত্যার হুমকি দেয়।
এরআগে গত ১৬ এপ্রিল সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার এক ভুট্টাখেত থেকে ষষ্ঠ শ্রণীর ছাত্রী জান্নাতির হাত, পা ভাঙা মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।
বুধবার (৭মে) দুপুরে জজকোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী রাসেল জানান, গতকাল ৬ মে রাত ১১টায় দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জেলা সদরের বালাটারী নামক স্থানে অজ্ঞাত ৪/৫ জন হেলমেটে পরিহিত ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে সামনে দাঁড়ায়। এসময় অজ্ঞাত ব্যক্তিরা হুমকি দিয়ে বলে, জান্নাতি হত্যা মামলা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে সমস্যা হবে। এতে ওই আইনজীবী ভয় পেয়ে যান। পরে আশপাশের লোকজন এলে মুখোশধারীরা পালিয়ে যায়।