সাংবাদিক —বিএম ফরিদ হাইমচর উপজেলা।
চাঁদপুর জেলায় হাইমচর উপজেলার কৃতি সন্তান মোঃ মাহবুব- উল,- আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি যুব ও ক্রীড়া সচিব পদে পদোন্নিত হয়েছেন। গত ৩০ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিল শবনম স্বাক্ষরিত সচিব পদে পদোন্নতির পর নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় ছাত্র গণঅভ্যুত্থানের ফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিয়াম ফাউন্ডেশন মহাপরিচালক থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব পদায়ন করে এরপর সচিব পদে পদোন্নতি করা হয়।
তিনি ঢাকাস্থ হাইমচর উপজেলার জনকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির একজন অন্যতম উপদেষ্টা হিসেবে পরিচিত তিনার এই কর্মজীবনের সাফল্যে সফলতায় মুগ্ধ এবং আনন্দিত , গর্ব প্রকাশ করছেন হাইমচরের সর্বস্তরের জনগণ।