জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ
গাইবান্ধা পলাশবাড়ীতে মা ক্লিনিকে সিজারে গর্ভবতী মায়ের মৃত্যুর অভিযোগ পরিবারের ময়নাতদন্তে পেটের ভিতর থেকে কেচি উদ্ধার ডাক্তার ছাড়া সিজার করে, ক্লিনিকের মালিক নিজেই।
নিহত রোগী ছিলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় ঘোলা গ্রামের সাদা সরকারের স্ত্রী লাখী বেগম ( ৩৫) এই ঘটনাটি ঘটলেও ম্যানেজ প্রতিক্রিয়া ধামাচাপা দিলেও শেষ রক্ষা হয়নি।
জানাযায় এই ক্লিনিকে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার বড় ছতর গাছা গ্রামের হোসেনে আরা বিভিন্ন রোগীকে ক্লিনিকে ফুসলিয়ে নিয়ে আসে।
আরো জানা যায় ইতিপূর্বে দুই মাস পূর্বে ফাতেমা ক্লিনিকের আর দুইটি রোগী মৃত্যুবরণ করেছে, একজনের বাড়ি ঈদুল পুর ইউনিয়নের কুঞ্জ মহিপুর গ্রামে অন্য জনার বাড়ি মাদারহাটে।
এই ক্লিনিকের ওয়ার্ড বয় মিজান নিজেই সিজার অপারেশন পরিচালনা করে।
এছাড়া ক্লিনিকের মালিক ফাতেমা যিনি একজন সরকারি হাসপাতালের নার্স। নিজের ক্লিনিকে সিজার পরিচালনা করেন।
স্থানীয়দের অভিযোগ এ ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।