মো.এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) রাত ১২টার দিকে হাতিরদিয়া-লাখপুর সড়কের কোচেরচর বাজার সংলগ্ন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল চালকের নাম বিল্লাল হোসেন (৩৫)। তিনি মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের উসমানের ছেলে।
স্থানীয়রা জানান,বুধবার রাত ১২টার দিকে কোচেরচর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে হাতিরদিয়ার দিকে যাচ্ছিলেন বিল্লাল। বাজার সংলগ্ন ইটভাটার কাছে পৌঁছলে তার মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
মনোহরদী থানার এসআই মেহেদী হাসান বলেন,’দুর্ঘটনায় নিহত বিল্লালের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।