মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অবৈধভাবে ট্রাক, ট্রাংলরী ও কাভার ভ্যান থেকে চাঁদা উত্তোলনের প্রতিবাদে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে লালমনিরহাট জেলা প্রশাসককে বরাবর স্মারকলিপি প্রদান করলেন মালিক পক্ষের একাংশ।
আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান স্মারকলিপিটি গ্রহন করেন। এ সময় বুড়িমারী ও পাটগ্রামে ট্রাক মালিক-গণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুড়িমারী স্থল বন্দরে লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নামে প্রতি ট্রাক থেকে ৩০ টাকার রশিদ দিয়ে অবৈধভাবে ১৫০ টাকা চাঁদা আদায় করছেন। এ সময় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ট্রাক ড্রাইভার ও শ্রমিকের উপর চড়া হয়ে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন। গত (৫ মে) সন্ধ্যায় বুড়িমারী স্থল বন্দরে চাঁদা দিতে না চাইলে ট্রাকের মালিক আব্দুস সালেক কে আটকে রাখা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে উদ্ধার করেন।
এ ঘটনার প্রতিবাদে মালিক পক্ষের একাংশ লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপির প্রদান করেন।
ট্রাক মালিকের পক্ষে আব্দুস সালেক বলেন,আমরা ১৫০ টাকা চাঁদা দিতে রাজি নই যদি তারা বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে আমরা ফি দিতে পারি। বৈধ কাগজপত্র না দেখালে আমরা কোন প্রকার চাঁদা দিতে রাজি নই। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন,বুড়িমারী স্থল বন্দরে অবৈধভাবে ট্রাক থেকে চাঁদা নেওয়া হচ্ছে বিষয়টা আমরা জেনেছি পাশাপাশি যারা এ কাজ করছেন তাদেরকে আগামী সাত দিনের সময় দেওয়া হয়েছে। তারা এই চাঁদাবাজি বন্ধ না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।।