এ এফ এম ইমরুল ইসলাম
প্রতিনিধি দিঘলিয়া, খুলনা
খুলনা এজাক্স জুট মিল ঘাটে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিল ঘাটে ভৈরব নদী থেকে ভাসমান অবস্থায় আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায়একটি অজ্ঞাতনামা (৩৮) পুরুষ মানুষের লাশ নদীর পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । খবর পেয়ে নৌ পুলিশের এসআই মহিদুল হক সঙ্গীও ফোর্স নিয়ে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখন পর্যন্ত উদ্ধার করা লাশের পরিচয় সনাক্ত হয়নি।
এ ঘটনায় খানজাহান আলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।