▫️মহিউল ইসলাম, উপজেলা প্রতিনিধি (তালা,সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকায় কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।খুলনা- সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর বাজারে সুবিধা বঞ্চিতদের জন্য এ দাতব্য স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন করা হয়। কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ঢাকার বাদশাহ ফয়সল ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যক্ষ, জনাব সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী- অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
ফাউন্ডেশনের উপদেষ্টা তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রাক্তন স্বাস্থ্য কর্মকর্তা- ডা: মো: আব্দুল গফুর, কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপদেষ্টা সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা: মাহমুদুল হক। ন্যাশনাল ডক্টরস ফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি- জনাব ডাঃ মোরশেদুল হক, মেডিকেল অফিসার ডাঃ শাহীন আলম, ভি.ডি.এফ-এর সাতক্ষীরা জেলা সভাপতি- জনাব ডাঃ আফতাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহ প্রমুখ।
প্রধান অথিতি বলেন, দুস্থ ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের জন্য কাদের বক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে কর্মসূচি ঘোষণা গ্রহণ করেছে এটা ধরে রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এখান থেকে হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকল ধর্ম বর্ণের ও পেশার মানুষ এ সেবা গ্রহণ করবে। এ মহৎ কাজের উদ্যোগ গ্রহণ করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেবামূলক কার্যক্রমের একটি সমন্বিত প্রকল্প। এ প্রকল্প সমূহের মধ্যে নূরানী মক্তব,তালিমুল কুরআন, হিফজুল কোরআন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বয়স্ক শিক্ষা,কারিগরি ও কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সহ আত্ম কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মাওঃ কবিরুল ইসলাম, ডাঃ মুজাহিদুল ইসলাম, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ আব্দুল মাজেদ, ডা: আলাউদ্দিন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার নাজমুল হুসাইন, তালা উপজেলা ভিডিএফ সভাপতি ডাঃ আলাউদ্দীন মল্লিক , ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব অধ্যাপক গোলাম ফারুক, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মুস্তাফিজুর রহমান সিদ্দিক, আল যুবায়ের ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নাজমুল হক খান, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ আবু হাসান সহ অত্র এলাকার বিভিন্ন ধর্ম-বর্ণ,শ্রেণী-পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।