1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

চাঁদপুর সরকারি শিশু পরিবারের দেয়াল ভেঙ্গে রাস্তা তৈরী, দেয়াল তুলে বন্ধ করে দিলেন জেলা প্রশাসক

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।

 

আবারও চাঁদপুর সরকারি শিশু পরিবারের সীমানা প্রাচীর ভেঙে যাতায়েতের পথ তৈরি করেছেন স্থানীয় কিছু দূর্বৃত্ত । এর ফলে শিশু পরিবারের শতাধিক এতিম শিশু মেয়েসহ কর্মকর্তা কর্মচারীরা ছিলেন চরম নিরপত্তাহীনতায় । বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার সেই পথ আবারো দেয়াল তুলে বন্ধ করে দিয়েছেন।

চাঁদপুর সরকারি শিশু পরিবার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাতে স্থানীয় কিছু দূর্বৃত্তরা শিশু পরিবারের পদ্মা ভবন সংলগ্ন উত্তর পশ্চিমের সীমানা প্রাচীরের প্রায় ৯ ফুট দেয়াল ভেঙে ফেলে। এর পর থেকে শিশু পরিবারের শতাধিক এতিম শিশু মেয়েসহ কর্মকর্তা কর্মচারীরা চরম নিরাপত্তহীনতার ঝুকিতে ছিলেন। প্রায় এসব দূর্বৃত্তরা শিশু পরিবারে দিনরাত প্রবেশ করে মেয়েদের উত্যক্ত করা,মাদক সেবন করা, আড্ডা দেওয়াসহ বিভিন্ন গাছের ফলফলাদি চুরি করে নিয়ে যেত। কিন্তু দূর্বৃত্তের ভয়ে তারা কোনো করতে পরতেন না।

শিশু পরিবারের একাধিক শিশু জানায়, তাদের সীমনা দেয়াল ভেঙে ফেলায় আমরা দিনে বা রাতে শিশু পরিবারে ভবন থেকে বের হতে পারতামনা। বের হলে বখাটে ছেলে তাদের সাথে ইভটিজিংসহ খারাপ আচরণ করতো। বিষয়টি শিশু পরিবারের তত্বাবধায়ক মোহাম্মদ ছায়েফ উদ্দিন জেলা ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করলে বৃহস্পতিবার পুুলিশি প্রহরায় নতুন করে সীমানা দেয়াল তুলে দেয়ার ব্যবস্থা করা হয়।

শিশু পরিবারের তত্বাবধায়ক মোহাম্মদ ছায়েফ উদ্দিন বলেন,এর আগে ২০১৮ একই স্থানে একই দূর্বৃত্তরা শিশু পরিবারের ভেতর দিয়ে জোরপূবক চলাচলের চেস্টা করলে তৎকালীন জেলা সমাজ সেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার সেখানে সীমানা দেয়াল তৈরী করে দেন। কিন্তু গত ৫ আগস্ট রাতে সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে পাশ্ববর্তী মালিবাড়ির একদল দূর্বৃত্ত পুনরায় তাদের সীমনা দেয়াল রাতে অন্ধকারে ভেঙে ফেলে। এরপর থেকে শিশু পরিবারের সবাই চরম আতঙ্কে দিন কাটাতেন। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বিষয়টি জানার সাথে সাথে পুলিশি সহায়তা নিয়ে নতুন করে আবারো সেখানে সীমনা দেয়াল তৈরী করেন।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,আমরা এবার সেসব দূর্বৃত্তকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। যাতে করে তারা আবার সরকারি সম্পত্তি জোর পূর্বক ভেঙে প্রবেশ করে সেখানে কোনো অপ্রীতিকর কিছু করতে না পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট