1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

চাঁবিপ্রবিতে জিএসটি সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।

৯ মে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ‘এ’ ইউনিট এবং আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

চাঁবিপ্রবির কেন্দ্রে জিএসটি ‘এ’ ইউনিট ভুক্ত বিজ্ঞান শাখার (২০২৪-২৫) শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১২ টার সময় ভর্তি পরীক্ষা শেষ হয়।

এবার ‘এ’ ইউনিটে সীট সংখ্যা ৮ হাজার ২শত ৯৭জনে পরীক্ষার্থী আবেদন করেছে ১ লাখ ৪২ হাজার ৭শ ১৪ জন। ইউনিটের আসন প্রতি লড়ছে ১৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩শত ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩০৯ জন এবং অনুপস্থিত ছিল ২৭ জন শিক্ষার্থী। শতকরা পরীক্ষার্থী উপস্থিতির হার ৯১.৯৬ শতাংশ।

আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা বিকাল ৩ টার সময় শুরু হয় এবং বিকাল ৪ টার সময় ভর্তি পরীক্ষা শেষ হয়। শতকরা পরীক্ষার্থী উপস্থিতির হার ৭৫ শতাংশ।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, কোন ধরনের সমস্যা ছাড়াই ‘এ’ ইউনিট সহ সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, পরীক্ষা কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য চাঁদপুর জেলার জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ সহ সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁবিপ্রবির কেন্দ্রে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ দিদারুল ইসলাম ভুঁইয়া ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্ট্রোল রুম, শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য বসার স্থান, কেউ অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশি ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ যথাযথ উদ্যোগ গ্রহণ করে।

উল্লেখ্য, এবার দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৫ মে। ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট