1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

জাতীয় পার্টির জেলা সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ রুবেল মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইদ্রিস আলির বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কলিমউদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আসাদিয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলির প্রতিবেশী এবং একই উপজেলার বোরের চর ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, মোঃ ইদ্রিস আলি মীরকান্দা পাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি থাকাকালীন পার্শ্ববর্তী ইউনিয়ন বোরের চরের বাসিন্দা কলিমউদ্দিনের কাছ থেকে বিদ্যালয়ের পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে তিন ধাপে মোট ১৬ লাখ টাকা হাতিয়ে নেন। সে সময় সভাপতি থাকায় ইদ্রিস আলি কলিমউদ্দিনকে চাকরির নিশ্চয়তা প্রদান করেন।
টাকা লেনদেনের সময় কলিমউদ্দিনের ভাই আব্দুল আলিম, বোন জামাই জিয়ারুল রহমান ও প্রতিবেশী মোতালেব উপস্থিত ছিলেন। দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও কলিমউদ্দিন চাকরি কিংবা তার দেওয়া ১৬ লাখ টাকা কোনটিই ফেরত পাননি।
এ ঘটনায় ভুক্তভোগী কলিমউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলমান রয়েছে।
এদিকে, অভিযোগকারী কলিমউদ্দিন জানান, গতকাল তিনি মোবাইল ফোনের মাধ্যমে ইদ্রিস আলির কাছে তার পাওনা টাকা ফেরত চাইলে ইদ্রিস আলি তাকে বিভিন্ন ভয় ও হুমকি প্রদর্শন করেন এবং টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ ইদ্রিস আলির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইদ্রিস আলির বিরুদ্ধে এর আগেও বিভিন্নজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, এ ধরনের অভিযোগের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তারা অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুক্তভোগী কলিমউদ্দিন ন্যায়বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট