1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ১১ মে ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড অজ্ঞাতনামা পুরুষের লাশ নওগাঁ,রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী যুবলীগের ৩ নেতা গ্রেফতার। হেফাজতের ২৪ ঘণ্টার আলটিমেটাম: “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকাকে বিচ্ছিন্ন করব” – আজিজুল হক ইসলামাবাদী যত দ্রুত সম্ভব বাবুগঞ্জ-মুলাদি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে: নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন যুবদলের নেতা মরহুম দুলালের শিশু সন্তানের দায়িত্ব নিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন চট্টগ্রামের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সম্পন্ন জাতীয় পার্টির জেলা সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পলাশবাড়ীতে ডেভিল হান্ট অপারেশন আওয়ামী লীগ নেতা গ্রেফতার কাদের বক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রকল্পের শুভ উদ্বোধন কোটালীপাড়ায় উচ্ছেদ অভিযানে ১১৩ টি দোকান গুঁড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড।

যত দ্রুত সম্ভব বাবুগঞ্জ-মুলাদি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে: নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

 

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন বলেন, যত দ্রুত সম্ভব বাবুগঞ্জ- মুলাদী সেতু নির্মাণ কাজ শুরু করা হবে এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত মহাসড়ক চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি শুক্রবার ৯ মে বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-মুলাদীর সন্ধ্যা নদীর মীরগঞ্জ সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।

বাংলাদেশ কোস্টগার্ডের একটি বোর্ডে মীরগঞ্জ ফেরিঘাটে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থানকালে মুলাদী মীরগঞ্জের নদীভাঙ্গন কবলিত এলাকার মানুষ ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জনগণকে আশ্বস্ত করেন, নদী শাসনের মাধ্যমে নদীর ভাঙ্গন প্রতিরোধ করেই মুলাদী মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ করা হবে।

উপদেষ্টা ৯ মে ২০২৫ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউস হতে হিজলা উপজেলার উদ্দেশ্যে কোস্টগার্ডের সহযোগিতায় স্পিডবোট যোগে যাত্রা করে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে মীরগঞ্জে কিছু সময়ের জন্য অবস্থান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম, বরিশাল বিএনপি নেতা এবায়দুল হক চাঁদ, বরিশাল মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওলানা মোঃ রহমত উল্লাহ, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে প্রকল্প তালিকায় আছে মীরগঞ্জ সেতুর নাম। প্রকল্পের নাম দেওয়া হয়েছে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের অষ্টম কিলোমিটার অংশে আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ।

স্থানীয়রা জানান, মীরগঞ্জ সেতু স্থাপিত হলে শুধু তিন উপজেলার বাসীই উপকৃত হবেন না, পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের এপ্রোচ সড়কের সঙ্গে বিভাগীয় শহর বরিশালের সড়কপথের দূরত্ব অর্ধেক কমে ৯০ কিলোমিটার হবে। বরিশালের মীরগঞ্জে সেতু নির্মিত হলেই এসব হিসাব-নিকাশ বাস্তবে রূপ নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট