ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-জোবায়ের রহমান
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার দিবাগত গভীররাতে তিন যুবকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ৩ যুবকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা নেওয়ার পথে ইয়াছিন খালাসি (১৯) নামক এক যুবকের মৃত্যু হয়। ইয়াছিন খালাসি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসীর পুত্র।
জানা যায়, শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজের উপর বসে গল্প করছিল থানমাত্তা গ্রামের ইয়াসিন খালাসি(১৯), একই গ্রামের রায়হান শেখ (২৪) ও মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের শাকিব মাতুব্বর (১৬)। একপর্যায়ে তারা ব্রীজের পাশেই লতিফ শরীরের নির্মাণাধীন ভবনের পাশে আসলে ৭-৮ জন তরুণ ও কিশোর ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে এলোপাথাড়ি কুপাতে থাকে। এদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদার বলেন, আমার ইউনিয়নের থানমাত্তা গ্রামের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এরমধ্যে ইয়াছিন খালাসী নামের একজন মারা গিয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার রাতে তিন জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এরমধ্যে ইয়াছিন খালাসি নামক একজন মারা গিয়েছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটে থাকতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।