নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফের অপসরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পশ্চিম চর উমেদ ইউনিয়ন বাসীর ব্যানারে গজারিয়া পূর্ব বাজারে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন। চেয়ারম্যান আবু ইউসুফ ক্ষমতার লোভে মামলা দিয়ে ২২ বছর ধরে ইউনিয়নটির নির্বাচন বন্ধ করে রেখেছেন। এতে ইউনিয়নের বছরে পর বছর ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাই চেয়ারম্যান কে অপসারণ করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান বক্তারা। না হয় পশ্চিম চর উমেদ ইউনিয়ন বাসিরা আরব কঠিন কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন। অনুষ্ঠিত মানববন্ধনে মোতাহার নগর ইউনিয়ন বিএনপি'র প্রস্তাবিত সভাপতি শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন