কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সাথে জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১১ মে) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান একটানা প্রায় দেড় ঘন্টার বক্তব্যে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকনির্দেশনা ও সরকারের স্বচ্ছতা নিরূপণার্থে একজন সেবক হিসেবে তিনি গোপালগঞ্জবাসীর সেবা করতে পেরে গর্বিত। জেলা প্রশাসক হিসেবে যোগদানের ৮ মাসের বিভিন্ন কর্মকান্ড তিনি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন এবং চলমান ওই সকল কর্মকাণ্ডগুলো বাস্তবায়নে বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করেন। বিশেষ করে গোপালগঞ্জের মেগা প্রকল্পের মধ্যে টেকেরহাট – ঘোনাপাড়া আঞ্চলিক সড়ক ও ঘোনাপাড়া – পিরোজপুর সড়ক উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়নে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিলো কেননা এ প্রকল্প বন্ধ হয়ে গেলে দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতে বেশ বিড়ম্বনা পোহাতে হতো। সড়ক সংস্কারে একের পর এক বাঁধা-বিপত্তি অতিক্রম করে অবশেষে তিনি সকলের সার্বিক সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ পৌরবাসীর বিভিন্ন ওয়ার্ডে নিরাপদ পানি ও ড্রেনেজ সমস্যা নিরসনে গৃহীত ৪৮ কোটি টাকার প্রকল্প সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। গোপালগঞ্জ জেলাকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে তিনি জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। জেলার ঐতিহ্যবাহী নদী গুলোর প্রাণ ফেরাতে ও দূষণ রোধ সহ বেদখল হওয়া নদী ও সড়কের জায়গা উদ্ধার করা, বিভিন্ন উপজেলায় সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার চিত্র তুলে ধরেন। এছাড়াও গোপালগঞ্জবাসীর ছোট-বড় সকলের বিনোদনের জন্য
কাশিয়ানীতে পরিবেশ বান্ধব একটি নান্দনিক ও শৈল্পিক ইকোপার্ক স্থাপনের পরিকল্পনা ব্যক্ত করেন। যার নকশা ইতোমধ্যেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের দক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে তৈরি হয়েছে। মূল কথা গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি গণমাধ্যমকর্মী সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে মুক্ত আলোচনায় তিনি জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে চলমান বিভিন্ন সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্টদেরকে তা নিরসনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নাগরিক সেবা প্রাপ্তি সহজলভ্য ও হয়রানি মুক্ত হওয়ায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের ভূয়সি প্রশংসা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, নেজরত ডেপুটি কালেক্টর (এনডিসি) রন্টি পোদ্দার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, যমুনা টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, এনটিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম শাহীন, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হুমায়ূন কবির, সিনিয়র সাংবাদিক শৈলেন্দ্র নাথ মজুমদার, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সেলিম রেজা, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকাকার গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী সাদিকুর রহমান শাহীন, সময় টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শেরালী, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক এস এম মোস্তফা জামান, দৈনিক প্রথম আলো’র গোপালগঞ্জ প্রতিনিধি নতুন শেখ, এসএ টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান টিপু, নন্দিত টেলিভিশন HD স্টাফ রিপোর্টার মোঃ ইয়ামিন ইসলাম, দৈনিক সবুজ বাংলা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সাইফুল রশীদ চৌধুরী, দৈনিক ভোরের বাণী পত্রিকার বার্তা সম্পাদক মামুনুর রহমান সিকদার (জুয়েল), দৈনিক যুগকথা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক এমআরমান খান জয়, দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান, দৈনিক আমার সময় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সাজ্জাদ হোসেন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি পলাশ শিকদার, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মো. শিহাব উদ্দিন, দৈনিক খবর সবরকম এর গোপালগঞ্জ জেলা ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ইয়ামিন ইসলাম ইমন, দৈনিক জাগ্রত সংবাদ কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি ইমন খলিফা, দৈনিক সকালের সময় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মীবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।