পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
পীরগাছার বুকে শিক্ষা বিস্তারে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে মিলিনিয়াম চাইল্ড স্কুল। সম্প্রতি নর্দান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে মোট ৫২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৩ জন এবং সাধারণ গ্রেডে ২৯ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি অর্জন করেছে।
এই অভূতপূর্ব সাফল্যে মিলিনিয়াম চাইল্ড স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মওদুদ, মোঃ জোবায়ের, মোঃ হেলাল এবং সিও স্যার আব্দুল্লাহ আল মাসুদ ও প্রধান শিক্ষক মু. আবু নাঈম এই সাফল্যের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন।
প্রধান শিক্ষক মু. আবু নাঈম তার বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করেন যে, পীরগাছায় এই প্রতিষ্ঠানটি একঝাঁক মেধাবী বেকার অনার্স ও মাস্টার্স ডিগ্রীধারী তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত, যারা শিক্ষার প্রতি গভীর অনুরাগ নিয়ে কাজ করছেন। তিনি আরও বলেন, পীরগাছা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে এবং সরকারী ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করে এমন পেশায় নিয়োজিত ব্যাক্তি বা অন্য পেশার ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, সেখানে মিলিনিয়াম চাইল্ড স্কুলের শিক্ষকরা শুধুমাত্র শিক্ষাদানের মহান ব্রত নিয়ে ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পাঠদান করে যাচ্ছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মিলিনিয়াম চাইল্ড স্কুলে শুধু পাঠদানই নয়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা, বিজ্ঞান মেলা, গান, কবিতা আবৃত্তি, লোকসংগীত, নৃত্য, বক্তৃতা এবং পিঠা উৎসবের মতো বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। এর ফলস্বরূপ, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় সাফল্যের পাশাপাশি বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায়ও কৃতিত্ব অর্জন করে আসছে।
এই সাফল্যে আনন্দিত মিলিনিয়াম চাইল্ড স্কুল কর্তৃপক্ষ পীরগাছা তথা রংপুর জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তারা সকলের দোয়া কামনা করেছেন, যাতে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও সুনাম অর্জন করতে পারে।