1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড বুধবার নিজ গ্রামে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মতলবে হাজার একর ফসলি জমি হুমকির মুখে দুঃশ্চিন্তায় এলাকাবাসী পলাশবাড়ীতে প্রাচীর দেয়াল চাঁপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু চাঁদপুরে অবৈধ বাহন ট্রাক্টরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীন সড়ক লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত। পুলিশের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার জন্যে চাঁদপুরে মডেল হিসেবে শুরু হয়েছে অনলাইন জিডি ফরিদগঞ্জে স্বামী ও সতিনের ছোড়া গরম পানিতে ঝলসে গেছে গৃহবধূর শরীর পলাশবাড়ীতে জামাতের শোকরানা মিছিল অনুষ্ঠিত। আজ কর্ণফুলীতে বিশ্ব নার্স দিবস পালিত শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় — ২০২৫ হাটহাজারী উন্নয়ন বাস্তবায়ন ফোরাম’-এর ১২ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান

পুলিশের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার জন্যে চাঁদপুরে মডেল হিসেবে শুরু হয়েছে অনলাইন জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।

 

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেছেন, পুলিশের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা নিজেরাই চালু করেছি। এরই মধ্যে মডেল হিসেবে চাঁদপুর এবং সিলেটে চালু হয়েছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি)। এখন থেকে আপনারা ঘরে বসেই জিডি করতে পারবেন। চাঁদপুরের বাসিন্দা তিনি যেখানে থাকেন না কেন এই কাজটি করতে পারবেন। তবে কোনো বিষয় যদি জিডি না হয়ে মামলার মতো ঘটনা থাকে, সেক্ষেত্রে আপনাকে থানায় আসতে হবে। অর্থাৎ আমাদের কাজ যেন জবাবদিহিতার মধ্যে থাকে সে ব্যবস্থা করছি।

১০মে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে দীর্ঘ মেয়াদী মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ক্লাসের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মফস্বল সাংবাদিকদের জন্যে দীর্ঘ প্রশিক্ষণ এটি বাংলাদেশে প্রথম এবং চাঁদপুর থেকে শুরু হয়েছে। আপনাদের এই কাজটি আমাদের জিডির যে ব্যবস্থাপনা সেরকম আইডল মনে হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে যেন পুরোপুরি সংবাদিকতা চলে আসে। আপনি যখন সাংবাদিকতা শুরু করবেন তখন এই প্রশিক্ষণ আপনার জন্যে গাইড লাইন হিসেবে চলে আসবে। এরই মাধ্যমে আপনারা প্রকৃত সাংবাকিতায় চলে আসবেন–এই প্রত্যাশা করছি।

এই দিন বেলা ১১টা থেকে পুলিশ সুপার গুজব, মিথ্যাচার ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে সতর্কতা, নিরাপত্তা ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে তিনি খুবই চমৎকার করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনার বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কথা বলেন। পুলিশের কাজেও যেসব সীমাবদ্ধতা আছে সেসব বিষয় তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই ধরণের প্রশিক্ষণ খুবই প্রয়োজন ছিলো। যারা সাংবাদিকতায় আগ্রহী তাদের জন্যে এটি খুবই কার্যকর হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম। এইদিন প্রশিক্ষণের প্রথম পর্বে ক্রাইসিস রিপোর্টিং এবং দুর্যোগ সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ফোকাস মোহনা. কম-এর সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম।

সমিতির যুগ্ম সম্পাদক, দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিনসহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষক পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব ও আমন্ত্রিত অতিথি এমএ লতিফকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট