চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পাড়ে একটি বেওয়ারিশ টাগবোট জাহাজের সন্ধান মিলেছে। জাহাজটির গায়ে লেখা রয়েছে ‘এমটি আনোয়ার নাসির-২’ এবং পেছনে লেখা রয়েছে ‘সুরভী’। তিনতলা বিশিষ্ট এ পুরোনো নৌযানটি প্রায় এক সপ্তাহ ধরে নদীর তীরে একটি ব্লকের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এনায়েতপুর স্পার বাঁধের প্রায় ৫০০ গজ দক্ষিণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তীর সংরক্ষণ কাজ করছে। সেখানেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে জাহাজটি। স্থানীয়দের ধারণা, জাহাজটি চুরি করে এনে এখানে ফেলে রাখা হতে পারে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, জাহাজটির বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে জিম্মায় নেয়। পরবর্তীতে বিষয়টি নৌ পুলিশের আওতাভুক্ত হওয়ায় তাদেরকে অবহিত করা হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান, এটি একটি পুরোনো টাগবোট। কে বা কারা এটি এখানে নিয়ে এসেছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ভূঞাপুর উপজেলার আলী আজগর নামের একজন ব্যক্তি জাহাজটির মালিকানা দাবি করলেও তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রকৃত মালিক খুঁজে বের করতে তদন্ত চলছে।