1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

কালকিনিতে সার্বিক পরিবহনের উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে শ্রমিক ও এলাকা বাসীর সংঘর্ষে আহত ১২।

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

 

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ণ বাজানোকে কেন্দ্র করে সার্বিক পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এবং যানবাহন ভাংচুরের ঘটনা ও ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍‍্যাব এর যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সোমবার সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত কালকিনি ভুরঘাটা বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া ভাবে নিয়ে আসছিলেন চালক অহিদুল বেপারী। রেন্ডিতলা এলাকায় আসলে যাতায়াতের সময় হাইড্রোলিক হর্ণ দিলে মোটর সাইকেল আরোহী মেহেদী ঘরামী নার্ভাস হয়ে খাদে পড়ে যায়। পরে মেহেদী সহ উপস্থিত লোকজন ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারীকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ হয়। ভাংচুর করা হয় বেশকিছু যানবাহন। সংঘর্ষে আহত হয়েছেন অহিদুল বেপারীর ভাই মিন্টু ঘরামী ও তার ছেলে আশিক সহ অন্তত ১২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ, সেনাবাহিনী ও র‍‍্যাব। ফের সংঘর্ষের ঘটনা এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে যৌথ বাহিনীর চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারী ভুরঘাটা মজিদ বাড়ির আক্কেল বেপারীর ছেলে ও মেহেদী ঘরামী পাশের গ্রামের উত্তর রাজদী এলাকার জলিল ঘরামীর ছেলে। তাদের দুইজনের বাড়ি পাশা পাশি হওয়ায় মুহুর্তেই দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এম সোহেল রানা জানান, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য।

মেহেদী হাসান মাছুম
কালকিনি,মাদারীপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট