নিজাম লালমোহন (ভোলা ) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা পশ্চিম চর উমেদ বিএনপি’র ইউনিয়ন ত্রি বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে! মঙ্গলবার বিকাল৫ টা উপজেলা
পশ্চিম চর উমেদ বিএনপর আয়োজনে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তফা মাতাববের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মাতাববরের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে নেতা কর্মীরা সম্মেলন যোগদান করেন এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন উপজেলা বিএনপির যুবদলের সভাপতি কবির হাওলাদার শফিউল্লাহ হাওলাদার ফয়সাল তালুকদার লালমোহন পৌরসভার আহবায়কসাদেক মিয়া জান্টু লালমোহন উপজেলা শ্রমিক দলের শাহীন হাওলাদার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় পশ্চিম চর উমেদদের সকল নেতা কর্মীদের একটাই দাবি মোস্তফা মাতাববর কে বিএনপি’র সভাপতি হিসাবে দেখতে চাই। নেতাকর্মীর আরো বলেন দীর্ঘ ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীদের হামলা মামলা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছিলেন মোস্তফা মাতাববর। তারপরও নেতা কর্মীদের কাছ থেকে সরে যাননি। আওয়ামী সন্ত্রাসীরা তার ঘরবাড়ি লুট করে নিয়েছিল। ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি তার অপরাধ ছিল বিএন পি করে কেন। এইজন্য আমরা পশ্চিম চর উমৈদ ইউনিযন বিএনপির যে সকল নেতাকর্মী আছি। সবার একটাই দাবি মোস্তফা মাতাববর কে সভাপতি হিসেবে দেখতে চাই