1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড লামায় ডাকাতির ঘটনায় তিনজন আটক লালমনিরহাট জেলা পুলিশ বিশেষ অভিযান০৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন গ্রেফতার। হাইমচরে বজ্রপাতে জসিম শেখ নামে ১ জন হাসপাতালে ভর্তি। সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থান যোদ্ধাদের মাঝে চেক বিতরণ জামতলীতে বেস্ট লাইফ ইনসুরেন্সের শাখা অফিস উদ্বোধন এবং নবনিযুক্ত কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান এনায়েতপুরে যমুনার পাড়ে পরিত্যক্ত টাগবোট, মালিকানা নিয়ে ধোঁয়াশা বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের তাণ্ডব: আতঙ্কিত বাকেরগঞ্জের সাধারণ মানুষ গোবিন্দগঞ্জে জমি- জমা নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ৪ বড়াইগ্রাম চান্দাই ইউনিয়নে যুবকদের মাঝে জামায়াত নেতার ফুটবল বিতরণ। রাণীনগরে আমলীগ নেতা স্ত্রী সহ গ্রেফতার।

সরিষাবাড়ীতে ছাত্রদল সভাপতিকে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাদকে (২৮) হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুন অর রশিদ খানের বিরুদ্ধে।

সোমবার (১২ মে) রাতে ভাটারা ইউনিয়নের পারপাড়া তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ আহত হন। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান এবং জেলা তাঁতীদলের সাবেক সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল গ্রুপের মধ্যে দলীয় বিরোধ চলে আসছে। গতকাল রাতে শেখ হোসেন জামান জুয়েলের লোকজন ভাটারা বাজারে অবস্থান করছিলেন, এসময় হারুন অর রশিদ খানের লোকজন সেখানে গিয়ে ধাওয়া দেয় এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর বাড়ি ফেরার পথে ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান নিহাদের ওপর অতর্কিত হামলা চালায়।

নাজমুল হাসান নিহাদ অভিযোগ করেন, হারুন অর রশিদ খানের নেতৃত্বে এলাকায় সরকারি বরাদ্দ লুটপাট, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম চলছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার নির্দেশে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

জেলা তাঁতীদলের সাবেক সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল জানান, স্বৈরাচার সরকারের পতনের আগে হারুন অর রশিদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের খালাতো ভাই পরিচয়ে এলাকায় দাপট দেখাতেন এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। ৫ আগস্টের পর তার ছোটভাই ইউনিয়ন বিএনপির সভাপতির কাঁধে ভর করে ফের তিনি অন্যায়-অপকর্ম শুরু করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানি না, দলীয় কোনো বিশৃঙ্খলা হয়নি। আমি ঘটনাস্থলে ছিলাম না। অভিযোগ মিথ্যা, যারা এসব বলছেন তাদের রাজনৈতিক অতীত আর আমার রাজনৈতিক অতীত দেখলেই বুঝতে পারবেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান বলেন, উত্তেজনাকর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট