চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে আহত ‘গ’ ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে বেলকুচি ও এনায়েতপুর এলাকার ২৮ জন যোদ্ধার প্রত্যেককে এক লক্ষ টাকা করে প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশফিয়া সুলতানা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী হাসু এবং বৈষম্যবিরোধী আন্দোলনের বেলকুচি শাখার আহ্বায়ক মুসা হাশেমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেক বিতরণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সম্মানজনক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত, যেখানে উপস্থিত সকলে শহীদদের আত্মত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।