—বি,এম ফরিদ আহমেদ, হাইমচর উপজেলা প্রতিনিধি।
আজ বুধবার ১৪ মে ২০২৫ আনুমানিক বিকাল ৪টা ৪৫ মিঃ হাইমচর ২ নং উত্তর আলী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের হতদরিদ্র জসিম শেখ(৪৬) নামের একজন দিনমজুর হালকা বৃষ্টির সময় উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকট শব্দে বিজলী পড়লে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন বাড়ির উঠানে স্ত্রী সন্তানদের চিৎকার প্রতিবেশীদের সহায়তায় সঠিক সময়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার ইসিজি সহ নানা পর্যবেক্ষণ করেন এবং বলেন মোটামুটি সুস্থ আছেন ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে।জ্ঞান ফেরার পর দুই কানে এখনো শুনতে পাইনি জসিম শেখ উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করাহয়েছে।