মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া উপজেলা প্রতিনিধি
হাতিয়া উপজেলা ৩নং সুখচর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন একজন মানবিক মানুষ। জনাব মোঃ আজমীর হোসাইন আখির সাহেব। সাবেক সহ সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা ছাত্রদল। দীর্ঘ ১৬ বছর বহু লাঞ্ছনা অত্যাচার নির্যাতনের শিকার হন এই আখির সাহেব। তবু ও নিজ এলাকার সাধারণ মানুষ কে উপকার করে আসছেন। দীর্ঘ ১৬ বছর ঠিক মত নিজ এলাকা হাতিয়া উপজেলা ৩নং সুখচর ইউনিয়নে আস্তে পারেন নি। এমন কি ওনার বাবাকে ও বার বার প্রাণ নাশের হুমকি ও দেওয়া হয়েছে। এই মানবিক মানুষ এবং ৩নং সুখচর ইউনিয়নের সাধারণ মানুষের প্রাণ প্রিয় নেতা জনাব মোঃ আজমীর হোসাইন আখির সাহেব সব কিছু কাটিয়ে আবার সাধারণ মানুষের মাঝে ফিরে আসেন। তাই সাধারণ জনগণ ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানান। আখির সাহেব বলেন আমি রাজনীতি করি সাধারণ মানুষের পাশে থাকার জন্য। আমি যতদিন থাকবো ততদিন আমার ৩নং সুখচর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। সুখচর ইউনিয়নের সাধারণ জনগণ বলেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মোঃ আজমির হোসাইন আখির সাহেব কে আমরা আগামী শান্তিপূর্ণ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে। ৩নং সুখচর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।