▫️মহিউল ইসলাম, উপজেলা প্রতিনিধি,
(তালা,সাতক্ষীরা):
সাতক্ষীরার তালায় ষ্ট্রোক জনিত কারণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে । তালা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব অরিফ হোসেন জোয়ারদার (৪৭) আজ ভোর রাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সে বিবাহিত জীবনে এক পুত্র সন্তানের জনক। জানা গেছে গতকাল রাত্রে ঘুমের মধ্যে সে স্ট্রোক করে মারা যায়, সকালে তার স্ত্রী তাকে ডাকলে কোনো সাড়া না পেয়ে তাকে তালা উপজেলা হাসপাতালে নেওয়া হয়,পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে সে বৃদ্ধ পিতা স্ত্রী, এক পুত্র এবং অনেক আত্নীয় স্বজন রেখে যায়। আজ বৃহস্পতিবার বাদ আছর রহিমাবাদ জামে মসজিদে আসরের নামাজ বাদ নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন - সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার শেখ মাহমুদুল হক, তালা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম,তালা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু,তালা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং এলাকার অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশেই তাকে দাফন করা হয়। সাতক্ষীরা জেলা জামাতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য ধরার জন্য দোয়া কামনা করেন।