ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ জোবায়ের রহমান
ফরিদপুরের ভাঙ্গায় বজ্রপাতে ইমন মোল্লা (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাবাকে ডাকতে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
সে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও স্কুলের পার্শ্ববর্তী এলাকা রাজৈর উপজেলার শারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এলাকায় প্রচন্ড বৃস্টি সহ বজ্রপাত হয়,, এসময় বজ্রপাত দেখে মাঠে কাজ করতে যাওয়া বাবাকে ডাকতে যায় ১৫ বছর বয়সের কিশোর ইমন। এ সময় ইমনের উপরই বজ্রপাত ঘটে,, সাথে সাথে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরে ইমনের লাশ বাড়িতে নিয়ে গোসল করার সময় হঠাৎ নড়েচড়ে বসে। পরে স্বজনরা তাকে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ও গোসলের সময় নড়েচড়ে উঠা, ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে ঐ বাড়িতে মানুষের ঢল নামে।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, ইমনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে সকল পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে । ইমন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।