1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

ভাংগায় দুই যুবককে কুপিয়ে হত্যা, বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা(ফরিদপুর) থেকে রিপোর্টার ঃ জোবায়ের রহমান

ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর ২ যুবকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । শুক্রবার বেলা ১০ টার সময় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের বটতলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকার সাধারন জনগন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নিরাপত্তায় ঘটনাস্থলে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
শতশত গ্ৰামবাসি হাতে হাত রেখে বাজারের সড়কে দাঁড়িয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী, মানববন্ধন শেষে একটি মিছিল থানমাত্তা বটতলা বাজার থেকে শুরু করে শিমুল বাজার হয়ে থানমাত্তা গ্ৰামে এসে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের নেতৃত্বে নিহত পরিবারের সদস্যরা ও কয়েকশত গ্ৰামবাসী অংশ গ্ৰহন করেন।
উল্লেখ্য গত ১০ই মে শনিবার গভীররাতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এলোপাথাড়ি কুপিয়ে ৩ যুবককে গুরুতর আহত করে। ঐ রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইয়াসিন খালাসী(১৯)। এর তিনদিন পর গত ১৩ ই মে মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই এলাকার মৃত: ফখরুদ্দিন শেখ এর ছেলে রায়হান শেখ (২০)।

নিহত ইয়াসিন খালাসী থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির একমাত্র পুত্র এবং নিহত রায়হান শেখ মৃত: ফখরুদ্দিন শেখের একমাত্র পুত্র।
এ ব্যাপারে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, চাঞ্চল্যকর দুইটি মার্ডার এর ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সকলের বিচারের দাবি করছি।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ভাঙ্গা থানায় ১টি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ভাংগা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আশরাফ হোসেন,তিনি আরও জানান এইরকম নির্মম হত্যাকারীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট