চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
এটি সংগঠনটির সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত হয়, যার লক্ষ্য সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. সেলিম রেজা এবং সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মো. আইয়ুব আলী, ডা. মো. ইদ্রিস আলী, মো. হারুন সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানটি একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।